পরিচ্ছেদ ০২.
আল্লাহর হাদ্দ ব্যতিরেকে সম্মানী ব্যক্তিদের ভুল ত্রুটি ক্ষমা করা
বুলুগুল মারাম : ১২৫৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১২৫৪
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «أَقِيلُوا ذَوِي الْهَيْئَاتِ عَثَرَاتِهِمْ إِلَّا الْحُدُودَ» رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন: সম্মানী ব্যক্তিদের ভুল-ত্রুটি ক্ষমা করবে। তবে আল্লাহর নির্ধারিত হদ্দ ব্যতীত। [১৩৬০]
[১৩৬০] আবূ দঊদ ৪৩৭৫, আহমাদ ২৪৯৪৬।আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন, তাহকিক আবু দাউদ