পরিচ্ছেদ ০৬.
মদের প্রকৃত অর্থ
বুলুগুল মারাম : ১২৪৯
বুলুগুল মারামহাদিস নম্বর ১২৪৯
وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «مَا أَسْكَرَ كَثِيرُهُ، فَقَلِيلُهُ حَرَامٌ» أَخْرَجَهُ أَحْمَدُ وَالْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে বস্তুর অধিক পরিমাণ ব্যবহারে নেশা আনে ঐ বস্তুর অল্প ব্যবহারও হারাম। [১৩৫৫]
[১৩৫৫] তিরমিযী ১৮৬৫, আহমাদ ১৪২৯৩, আবূ দাঊদ ৩৬৮১, ইবনু মাজাহ ৩৩৯৩।