পরিচ্ছেদ ০৬.
মদের প্রকৃত অর্থ
বুলুগুল মারাম : ১২৪৬
বুলুগুল মারামহাদিস নম্বর ১২৪৬
وَعَنْ أَنَسٍ - رضي الله عنه - قَالَ: لَقَدْ أَنْزَلَ اللَّهُ تَحْرِيمَ الْخَمْرِ، وَمَا بِالْمَدِينَةِ شَرَابٌ يُشْرَبُ إِلَّا مِنْ تَمْرٍ. أَخْرَجَهُ مُسْلِمٌ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আল্লাহ মদ হারাম করার আয়াত নাযিল করেছেন আর মাদীনায় (তখন) খেজুরের মদ ছাড়া অন্য কোন মদ পান করা হত না। [১৩৫২]
[১৩৫২] বুখারী ২৪৬৪,৭২৫৩, মুসলিম ১৯৮০, নাসায়ী ৫৫৪১, ৫৫৪৩, আহমাদ ৩৬৭২, ১২৪৫৮, ১২৪৭৭, ১২৫৬১, ১২৮৬১, মালেক ১৫৯৯।