পরিচ্ছেদ ০৪.
মুখমন্ডলে প্রহার করা নিষেধ
বুলুগুল মারাম : ১২৪৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১২৪৪
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «إِذَا ضَرَبَ أَحَدُكُمْ فَلْيَتَّقِ الْوَجْهَ» مُتَّفَقٌ عَلَيْهِ
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমরা হাদ্দ মারবে তখন মুখমন্ডলে মারবে না। [১৩৫০]
[১৩৫০] বুখারী ২৫৫৯, মুসলিম ২৬১২।