পরিচ্ছেদ ১০.
বারংবার চুরি করলে চোরের শাস্তি
বুলুগুল মারাম : ১২৪০
বুলুগুল মারামহাদিস নম্বর ১২৪০
وَأَخْرَجَ مِنْ حَدِيثِ الْحَارِثِ بْنِ حَاطِبٍ نَحْوَهُ ،وَذَكَرَ الشَّافِعِيُّ أَنَّ الْقَتْلَ فِي الْخَامِسَةِ مَنْسُوخٌ
হারিস ইবনু হাত্বিব হতে বর্ণিতঃ
অনুরূপ হাদীস নাসায়ীতে সংকলিত হয়েছে। আর ইমাম শাফিঈ বলেনঃ ৫ম দফায় চোরকে হত্যা করার আদেশ মানসুখ বা বাতিল হয়ে গেছে। [১৩৪৬]
[১৩৪৬] নাসায়ী (৪৯৭৭) এককভাবে বর্ণনা করেছেন। হাদীসটি মুনকার।