পরিচ্ছেদ ০৯.
আহলে কিতাবের বিবাহিত ব্যক্তিকে রজম মারা
বুলুগুল মারাম : ১২১৩
বুলুগুল মারামহাদিস নম্বর ১২১৩
جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: رَجَمَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - رَجُلًا مَنْ أَسْلَمَ، وَرَجُلًا مِنَ اليَهُودِ، وَامْرَأَةً. رَوَاهُ مُسْلِمٌ
জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আসলাম গোত্রের একজন পুরুষ, একজন ইয়াহুদী পুরুষ ও একজন রমণীকে রজম করেছিলেন। মুসলিম [১৩২০]
[১৩২০] মুসলিম ১৭০১, আবূ দাঊদ ৪৪৫৫, আহমাদ ১৪৭৩১।