পরিচ্ছেদ ৩২.
একটি বিদ্রোহী দল কর্তৃক সাহাবী আম্মার (রাঃ) কে হত্যা করা প্রসঙ্গে
বুলুগুল মারাম : ১১৯৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৯৪
وَعَنْ أَمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «تَقْتُلُ عَمَّارًا الْفِئَةُ الْبَاغِيَةُ» رَوَاهُ مُسْلِمٌ
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ সাহাবী আম্মার (রাঃ)-কে একটি বিদ্রোহী দল হত্যা করবে। [১৩০১]
[১৩০১] মুসলিম ২৯১৬, আহমাদ ২৫৯৪৩,২৬০২৩।