পরিচ্ছেদ ১৯.
যে সকল অবস্থায় হত্যা করা জঘণ্যতম মহা অপরাধ
বুলুগুল মারাম : ১১৮১
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৮১
وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ: مِنْ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
এ হাদীসের মূল বুখারীতে রয়েছে যা ইবনু আব্বাস থেকে বর্ণিত। [১২৮৪]
[১২৮৪] মূল হাদীসটি হচ্ছেঃ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত লোক হচ্ছে তিনজন। যে লোক হারাম শরীফে অন্যায় ও অপকর্মে লিপ্ত হয়। যে লোক ইসলামী যুগে জাহিলী যুগের রেওয়াজ অন্বেষণ করে। যে লোক ন্যায়সঙ্গত কারণ ছাড়া কারো রক্তপাত দাবি করে। (বুখারী ৬৮৮২)