পরিচ্ছেদ ০৩.
দাসের যাবতীয় ভরণপোষণের জন্য মনিবের ব্যয় করা আবশ্যক
বুলুগুল মারাম : ১১৪০
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৪০
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «لِلْمَمْلُوكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ، وَلَا يُكَلَّفُ مِنَ العَمَلِ إِلَّا مَا يُطِيقُ» رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ বলেছেনঃ দাস আহার ও পরিধেয় বস্ত্রের হকদার, আর তাকে তার সামর্থের বেশি কাজের বোঝা দেয়া যাবে না। [১২৪৩]
[১২৪৩] মুসলিম ১৬৬২, আহমাদ ৭৩১৭, ৮৩০৫ ।