পরিচ্ছেদ ০৯.
নির্বোধ মেয়েদের দুধ পান করানো নিষেধ
বুলুগুল মারাম : ১১৩৭
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৩৭
وَعَنْ زِيَادٍ السَّهْمِيِّ - رضي الله عنه - قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - أَنْ تُسْتَرْضَعَ الْحَمْقَى. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ وَهُوَ مُرْسَلٌ، وَلَيْسَتْ لِزِيَادٍ صُحْبَةٌ
যিয়াদ ‘সাহমী(রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) কম বুদ্ধির মেয়েদের দুধ পান করাতে নিষেধ করেছেন। [১২৪০]
[১২৪০] ইমাম আবূ দাউদ তার আল মারাসীল (২৯৩) গ্রন্থে, ইমাম বাইহাকী তার আল কুবর (৭/৪৬৪ ও ৩/১৮০) গ্রন্থে, ইবনুল কাত্তান তার আল ওয়াহম ওয়াল ঈহাম (৩/৬৩) গ্রন্থে হাদীসটিকে মুরসাল বলেছেন যেমন বলেছেন ইবনু হাজার আসকালানী বুলুগুল মারামে, কারণ যিয়াদ সাহাবী নন। মুরসাল ও জঈফ, তাওযিহুল আহকাম ৬/৩০