পরিচ্ছেদ ০৭.
কী পরিমাণ এবং কত সময় দুধ পান করলে হারাম সাব্যস্ত হবে
বুলুগুল মারাম : ১১৩৪
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৩৪
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: لَا رضَاعَ إِلَّا فِي الْحَوْلَيْنِ. رَوَاهُ الدَّارَقُطْنِيُّ وَابْنُ عَدِيٍّ مَرْفُوعًا وَمَوْقُوفًا، وَرَجَّحَا الْمَوْقُوفَ
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ দু'বছর বয়সের মধ্যে দুধ পান করা ব্যতীত দুধ সম্পর্ক সাব্যস্ত হবে না। [১২৩৭]
[১২৩৭] মাউকূফ হিসেবে সহীহ। দারাকুতনী (৪৭৪০) মারফু' হিসেবে বর্ণনা করেছেন, ইবনু আদী তাঁর কামিল (৭৫৬২) গ্রন্থে হাদীসটি হাইসাম বিন জামীল থেকে, তিনি সুফইয়ান বিন উইয়াইনা থেকে, তিনি আমর বিন দীনার থেকে, তিনি ইবনু আব্বাস থেকে মারফু হিসেবে বর্ণনা করেছেন। ইমাম দারাকুতনী বলেন, হাইসাম বিন জামীল ব্যতীত কেউ এটি ইবনু উইয়াইনাহ থেকে বর্ণনা করেনি। তার বিশ্বস্ততা প্রতিষ্ঠিত। সুমাইর আয যুহাইরী বলেন, ইমাম যদলী, আবদুল হক, ইবনু আবদুল হাদী, বাইহাকী প্রমুখ এটির মাউকূফ হওটাকেই প্রাধান্য দিয়েছেন।