পরিচ্ছেদ ০৫.
যতটুকু দুধ পান করলে বৈবাহিক সম্পর্ক হারাম হয়
বুলুগুল মারাম : ১১৩১
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৩১
وَعَنْهَا قَالَتْ: كَانَ فِيمَا أُنْزِلُ مِنَ الْقُرْآنِ: عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ، ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ، فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - وَهِيَ فِيمَا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ. رَوَاهُ مُسْلِمٌ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
কুরআন নাযিলকৃত আয়াতে এ বিধান ছিল যে, দশবার দুধ পান করলে বৈবাহিক সম্পর্ক হারাম হবে। তারপর পাঁচবার দুধ পান করার বিধান দ্বারা দশবার পান করার বিধান বাতিল করা হয়। এরূপ অবস্থায় রাসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) এর ইন্তিকাল ঘটে এবং ঐ বিধানটি কুরআন হিসেবে পড়া হতে থাকে। [১২৩৪]
[১২৩৪] মুসলিম ১৪৫২, তিরমিয়ী ১১৫০, নাসায়ী ৩৩০৭, আর দাউদ ২০৬২-ইবনু মাজাহ ১৯৪২, মালেক ১২৯৩ দারেমী ২২৫৩।