পরিচ্ছেদ ১২.
স্বামী নিরুদ্দেশ হলে স্ত্রীর বিধান
বুলুগুল মারাম : ১১১৭
বুলুগুল মারামহাদিস নম্বর ১১১৭
عَنْ عُمَرَ - رضي الله عنه - فِي امْرَأَةِ الْمَفْقُودِ- تَرَبَّصُ أَرْبَعَ سِنِينَ، ثُمَّ تَعْتَدُّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا. أَخْرَجَهُ مَالِكٌ وَالشَّافِعِيُّ
উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নিরূদ্দিষ্ট (দীর্ঘদিন অনুপস্থিত) পুরুষের স্ত্রীকে চার বৎসর কাল অপেক্ষা করার জন্য বলেছেন। অতঃপর সে চার মাস দশ দিন ইদ্দত পালন করবে। –মালেক ও শাফিয়ী। [১২২২]
[১২২২] হাদিসটি মাওকুফের ভিত্তিতে সহিহ, তাওযিহুল আহকাম ৫/৫৯৪