পরিচ্ছেদ ০৯.
“আকরা” শব্দের ব্যাখ্যা
বুলুগুল মারাম : ১১১৩
বুলুগুল মারামহাদিস নম্বর ১১১৩
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: إِنَّمَا الْأَقْرَاءُ; الْأَطْهَارُ. أَخْرَجَهُ مَالِكٌ فِي قِصَّةٍ بِسَنَدٍ صَحِيحٍ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, আকরাআ শব্দের অর্থ হায়িয পরবর্তী পবিত্র কাল। –মালেক, আহদাম এবং নাসায়ী একটি সহীহ্ সানাদে কোন এক ঘটনা উপলক্ষে বর্ণনা করেছেন। [১২১৮]
[১২১৮] মুওয়াত্তা মালেক ১২২১।ক্ষে বর্ণনা করেছেন। [১২১৮]