পরিচ্ছেদ ১১.
বিবাহের পরেই শুধুমাত্র তালাক দেয়া যায়
বুলুগুল মারাম : ১০৮৩
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৮৩
وَأَخْرَجَ ابْنُ مَاجَهْ: عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ مِثْلَهُ، وَإِسْنَادُهُ حَسَنٌ، لَكِنَّهُ مَعْلُولٌ أَيْضًا (1).
ইবনু মাজাহ মিসওয়ার বিন মাখরামাহ হতে বর্ণিতঃ
অনুরূপ হাদীস বর্ণনা করেছেন, তার সানাদটি হাসান, কিন্তু এটাও ক্রটিযুক্ত। [১১৮৩]
[১১৮৩] ইবনু মাজাহ ২০৪৮।