পরিচ্ছেদ ০৩.
রোযাদারের ওয়ালিমার দাওয়াতের সম্মতিদান এবং ভক্ষণ করা
বুলুগুল মারাম : ১০৪২
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৪২
وَلَهُ مِنْ حَدِيثِ جَابِرٍ نَحْوُهُ. وَقَالَ: «فَإِنْ شَاءَ طَعِمَ وَإِنْ شَاءَ تَرَكَ» (1).
মুসলিমে জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে; তাতে আছে- ইচ্ছা হলে খাবে নতুবা খাওয়া বর্জন করবে। [১১৪০]
[১১৪০] বুখারি ১৪৩০, আবূ দাঊদ ৩৭৪০, ইবনু মাজাহ ১৭৫১, আহমাদ ১৪৯৭৯।