পরিচ্ছেদঃ
নেকীর কাজ চালু করার প্রতি উদ্ধৃদ্ধ করণ, যেন তার অনুসরণ করা হয়। আর অনুসৃত হওয়ার আশংকায় পাপের কাজ চালু করার প্রতি ভীতি প্ৰদৰ্শনঃ
সহিহ তারগিব ওয়াত তাহরিব : ৬৩
সহিহ তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৬৩
(صحيح) ورواه ابن ماجه من حديث أبِيْ هُرَيْرَةَ
ইবনু মাজাহ হতে বর্ণিতঃ
ইবনু মাজাহ উক্ত হাদীছটি আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন। [১]
[১] শায়খ আলবানী বলেন, কিন্তু হাদীছটি ইমাম মুসলিমও বর্ণনা করেছেন। যেমন অচিরেই তার বর্ণনা ‘জ্ঞানের প্রচার’ অনুচ্ছেদে আসবে। ইনশাআল্লাহ।