পরিচ্ছেদঃ
কুরআন ও সুন্নাহর অনুসরণের প্রতি উৎসাহ দানঃ
সহিহ তারগিব ওয়াত তাহরিব : ৪৩
সহিহ তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৪৩
ইবনে মাসউদ হতে বর্ণিতঃ
মাওকূফ সূত্রে যে হাদীছটি (যঈফ তারগীব গ্রন্থে) উল্লেখ হয়েছে তা উত্তম সনদে জাবের থেকে মারফু' সূত্রে বর্ণিত হয়েছে। [১]
[১] হাদীছটি কুরআনের ফয়ীলত অধ্যায়ে ‘কুরআন পাঠ করার প্রতি উদ্ধৃদ্ধ করণ’ অধ্যায়ে আসবে। ইনশাআল্লাহ।