পরিচ্ছেদঃ
ওযুর প্রতি যত্নশীল হওয়া ও নতুনভাবে ওযু করার প্রতি উদ্বুদ্ধ করণঃ
সহিহ তারগিব ওয়াত তাহরিব : ১৯৮
সহিহ তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৯৮
লাইছ বিন আবু সুলাইমের বরাতে মুজাহিদ হতে বর্ণিতঃ
ইবনু মাজাহ হাদীছটি লাইছ বিন আবু সুলাইমের বরাতে মুজাহিদ থেকে, তিনি আবদুল্লাহ বিন আমর থেকে বর্ণনা করেন।