পরিচ্ছেদঃ
ওযু করা এবং তা পরিপূর্ণ করার প্রতি উদ্বুদ্ধ করণঃ
সহিহ তারগিব ওয়াত তাহরিব : ১৭৯
সহিহ তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৭৯
আবু উমামা (রাঃ) হতে বর্ণিতঃ
উল্লেখিত হাদীছটি প্রায় একই ভাবে আহমাদ ও ত্বাবরানী উত্তম সনদে আবু উমামা(রাঃ) থেকে বর্ণনা করেন।