পরিচ্ছেদঃ
বিদ্বান হওয়া ও কুরআন সম্পর্কে জ্ঞানী হওয়ার দাবী করার প্রতি ভীতি প্ৰদৰ্শনঃ
সহিহ তারগিব ওয়াত তাহরিব : ১৩৬
সহিহ তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৩৬
আব্বাস বিন আবদুল মুত্তালিব হতে বর্ণিতঃ
উক্ত হাদীছটি আবু ইয়া'লা, বাযযার ও ত্বাবরানী আব্বাস বিন আবদুল মুত্তালিব থেকে বর্ণনা করেছেন।