পরিচ্ছদঃ
মুমিনের সত্য স্বপ্ন নবুওয়াতের ৪৬ ভাগের ১ ভাগ
শামায়েলে তিরমিযি : ৩১৯
শামায়েলে তিরমিযিহাদিস নম্বর ৩১৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ ، قَالَ : سَمِعْتُ أَبِي ، يَقُولُ : قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ : " إِذَا ابْتُلِيتَ بِالْقَضَاءِ فَعَلَيْكَ بِالأَثَرِ " .
মুহাম্মদ ইবনে আলী হতে বর্ণিতঃ
আমার আব্বাকে বলতে শুনেছি, তোমাকে যখন বিচারকের পদে অভিষিক্ত করা হয়, তখন রিওয়ায়াতের অনুসরণ করার চেষ্টা করো।[১]
[১] আল মাজালিসাতু ওয়া জাওয়াহিরুল ইলম, হা/৩২৬