পরিচ্ছদঃ ১১৪
দাঁড়িয়ে পান করা
রিয়াদুস সলেহিন : ৭৭৪
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৭৭৪
وَعَن عَمرِو بنِ شُعَيبٍ، عَن أَبِيهِ، عَن جَدِّهِ رضي الله عنه، قَالَ: رَأَيتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَشْرَبُ قَائِماً وقَاعِداً . رواه الترمذي، وقال: حديث حسن صحيح
আমর ইবনে শু‘আইব তাঁর পিতা থেকে তিনি স্বীয় দাদা হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে ও বসে পানি পান করতে দেখেছি।’
(তিরমিযী হাসান সহীহ)(তিরমিযী ১৮৮৩, আহমাদ ৬৬৪১, ৬৭৪৪, ৬৯৮২)