পরিচ্ছদঃ ১১৪
দাঁড়িয়ে পান করা
রিয়াদুস সলেহিন : ৭৭৩
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৭৭৩
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كُنَّا عَلَى عَهدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم نَأكُلُ وَنَحْنُ نَمشِي، وَنَشْرَبُ ونَحْنُ قِيامٌ . رواه الترمذي، وقال: حديث حسن صحيح
ইবনে ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমরা চলতে চলতে আহার করতাম এবং দাঁড়িয়ে পান করতাম।’
(তিরমিযী, হাসান সহীহ)( তিরমিযী ১৮৮০)