২০. অধ্যায়ঃ
দাজ্জাল এর বর্ণনা, তার পরিচয় এবং তার সাথে যা থাকবে
সহিহ মুসলিম : ৭২৫৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭২৫৯
قَالَ أَبُو مَسْعُودٍ وَأَنَا سَمِعْتُهُ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
আবূ মাস’উদ (রাযি:) হতে বর্ণিতঃ
আমিও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে এ কথা শ্রবণ করেছি। (ই.ফা. ৭১০২, ই.সে. ৭১৫৬)