১৬. অধ্যায়ঃ
পৃথিবীতে জান্নাতী ও জাহান্নামী লোকদের পরিচয়
সহিহ মুসলিম : ৭১০১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭১০১
‘ইয়ায ইবনু হিমার হতে বর্ণিতঃ
তিনি বলেন, একদিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ভাষণ দিলেন। তারপর তিনি পুরো হাদীসটি বর্ণনা করলেন এবং শেষ ভাগে বলেছেনঃ , কাতাদাহ্ (রহঃ) বলেন, আমি মুতার্রিফকে বলতে শুনেছি। (ই.ফা. ৬৯৪৫, ই.সে. ৭০০৩)