১২. অধ্যায়ঃ
জাহান্নামের আগুনের প্রবল উত্তাপ ও গভীর তলদেশ এবং শাস্তিপ্রাপ্তদের যা স্পর্শ করবে
সহিহ মুসলিম : ৭০৬৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭০৬৩
সা‘ঈদ (রাঃ) থেকে এ সানাদ হতে বর্ণিতঃ
অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে এতে (আরবী) পরিবর্তে (আরবী) (উভয় শব্দের অর্থ একই, অর্থাৎ কোমর) শব্দটি বর্ণিত আছে। (ই.ফা. ৬৯০৮, ই.সে. ৬৯৬৫)