৭. অধ্যায়ঃ
ধুম্র প্রসঙ্গ
সহিহ মুসলিম : ৬৯৬৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৯৬৩
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর বাণী- “বড় বড় শাস্তির পূর্বে তাদের আমি অবশ্যই ছোট ছোট শাস্তি আস্বাদন করাব”- (সূরাহ্ আস্ সাজদাহ্ ৩২ : ২১) এ আয়াতের ব্যাখ্যায় বলেছেনঃ উদ্দেশ্য হলো পার্থিব বিপদাপদ, রোমের পরাজয়, পাকড়াও অথবা ধোঁয়া। পাকড়াও না ধোঁয়া এ সম্পর্কে শু‘বাহ্ সন্দেহ প্রকাশ করেছেন। (ই.ফা. ৬৮১৩, ই.সে. ৬৮৬৭)