০. অধ্যায়ঃ
কিয়ামত সম্পর্কে
সহিহ মুসলিম : ৬৯৩৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৯৩৮
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেন, কিয়ামাতের ময়দানে মোটা-তাজা লোক উপস্থিত হবে, কিন্তু আল্লাহর নিকট তার ওযন মশার ডানার ন্যায়ও হবে না। তোমরা পড়ে নাও “কিয়ামাতের দিন আমি তাদের জন্য কোন পরিমাপক স্থাপন করব না”- (সূরাহ্ আল কাহ্ফ ১৮ : ১০৫)। (ই.ফা. ৬৭৮৮, ই.সে. ৬৮৪২)