২৩. অধ্যায়ঃ
মুসলিমদের অনুপস্থিতিতে তাদের জন্য দু‘আর ফাযীলাত
সহিহ মুসলিম : ৬৮২৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৮২৩
قَالَ فَخَرَجْتُ إِلَى السُّوقِ فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَقَالَ لِي مِثْلَ ذَلِكَ يَرْوِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
সাফ্ওয়ান (রহঃ) হতে বর্ণিতঃ
এরপর আমি বাজারের দিকে বের হলাম। আর আবূ দারদা (রাঃ)-এর দেখা পেলাম, তখন তিনি আমাকে অনুরূপ কথা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করলেন। (ই.ফা. ৬৬৮০, ই.সে. ৬৭৩৪)