৩. অধ্যায়ঃ
ইয়াহূদী-খ্রিস্টানদের আদর্শ অনুকরণ
সহিহ মুসলিম : ৬৬৭৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৬৭৫
وَحَدَّثَنَا عِدَّةٌ، مِنْ أَصْحَابِنَا عَنْ سَعِيدِ بْنِ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا أَبُو غَسَّانَ، - وَهُوَ مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ - عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .
যায়দ ইবনু আসলাম (রহঃ) হতে বর্ণিতঃ
যায়দ ইবনু আসলাম (রহঃ) হতে আমাদের কিছু সংখ্যক সহাবা (রাঃ) এ সূত্রে তার হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই. ফা. ৬৫৩৯, ই. সে. ৬৫৯২)