৭. অধ্যায়ঃ
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার
সহিহ মুসলিম : ২৭২৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৭২৭
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি যেন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সিঁথিতে তাঁর ইহরামের অবস্থায় সুগন্ধির ঔজ্জ্বল্য দেখেছি। (ই.ফা. ২৭০৪, ই.সে. ২৭০৩)