পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৬৭
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৬৭
আবু দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ক্বিয়ামতের দিন আল্লাহ্র নিকট সর্বাধিক মন্দ সে ব্যক্তিই হবে, যে তার ইলম দ্বারা উপকৃত হতে পারেনি। তাহক্বীক্ব : নিতান্তই যঈফ।
দারেমী হা /২৬২; মিশকাত হা/২৬৮;বঙ্গানুবাদ মিশকাত হা/২৫০,২/৩০ পৃঃ।