পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৬৬
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৬৬
আহ্ওয়াছ ইবনু হাকীম হতে বর্ণিতঃ
আহ্ওয়াছ ইবনু হাকীম তাঁর পিতা হতে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে মন্দ সম্পর্কে জিজ্ঞেস করলেন, তিনি বললেন, মন্দ সম্পর্কে আমাকে জিজ্ঞেস কর না; বরং আমাকে ভাল সম্পর্কে জিজ্ঞেস কর । এটা তিনি তিনবার বললেন। অতঃপর বললেন, জেনে রাখ, সর্বাপেক্ষা নিকৃষ্ট লোক হল আলেমরা, যারা খারাপ এবং সর্বাপেক্ষা ভাল হচ্ছে আলেমদের মধ্যে যারা ভাল।তাহক্বীক্ব : হাদীছটি মু’যাল, যঈফ।
দারেমী হা/৩৭০; মিশকাত হা/২৪৯