পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৫৪
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৫৪
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরাইরা (রাঃ) রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) হতে বর্ণনা করেছেন, এমন সময় সমাগত যে, প্রায় মানুষই ইলমের সন্ধানে দুনিয়া ঘুরে বেড়াবে, কিন্তু কোথাও মদিনার আলেমের অপেক্ষা অধিক বিজ্ঞ আলেম পাবে না।তাহক্বীক্ব : যঈফ।
তিরমিযী হা/২৬৮০; সিলসিলা যইফাহ হা/৪৮৩৩