পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৫৩
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৫৩
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমরা ফারায়েয ও কুরআন শিক্ষা কর এবং লোকদের ইহা শিক্ষা দাও। কারণ আমাকে উঠিয়ে নেওয়া হবে। তাহক্বীক্ব : যঈফ।
যইফ তিরমিযী হা/২০৯১