পরিচ্ছেদঃ
ইলম
মিশকাতে জয়িফ হাদিস : ৪৫
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ৪৫
সাখবারা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করবে, তার জন্য তা পূর্ববর্তী পাপ সমূহের কাফফারা হয়ে যাবে।তাহক্বীক্ব : হাদীসটি জাল।
তিরমিযী হা/২৬৪৮; মিশকাত হা/২২১; বঙ্গানুবাদ মিশকাত হা/২১০।