পরিচ্ছেদঃ
গোসল
মিশকাতে জয়িফ হাদিস : ১০৪
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ১০৪
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) খিতমী দ্বারা মাথা ধৌত করতেন, অথচ তখন তিনি অপবিত্র থাকতেন। একেই তিনি যথেষ্ট মনে করতেন। মাথায় আর পানি ঢালতেন না।তাহক্বীক্ব : যঈফ।
আবু দাউদ হা/২৫৬; আহমাদ হা/১১২১; মিশকাত হা/৪৪৬; বঙ্গানুবাদ মিশকাত হা/৪১০।