পরিচ্ছেদঃ
গোসল
মিশকাতে জয়িফ হাদিস : ১০৩
মিশকাতে জয়িফ হাদিসহাদিস নম্বর ১০৩
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি নাপাকীর এক চুল পরিমাণ স্থানও ছেড়ে দিবে এবং তা ধৌত করবে না, তার বিরুদ্ধে আগুনের এই এই ব্যবস্থা নেয়া হবে। আলী (রাঃ) বলেন, সেই থেকে আমি আমার মাথার সাথে শত্রুতা পোষণ করেছি। এই কথা তিনি তিনবার বললেন।তাহক্বীক্ব : যঈফ। উক্ত বর্ণনার সনদে আত্বা হাম্মাদ ও যামান নামের দুই ব্যক্তি যঈফ রয়েছে।
সিলসিলা যঈফাহ হা/৯৩০, ২/২৩২ পৃঃ; ইরওয়াউল গালীল হা/১৩৩