পরিচ্ছেদঃ
যোহরের সুন্নত
হাদিস সম্ভার : ৮৭৬
হাদিস সম্ভারহাদিস নম্বর ৮৭৬
وَعَن عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا : أَنَّ النَّبيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ لاَ يَدَعُ أَرْبَعاً قَبْلَ الظُّهْرِ رَوَاهُ البُخَارِيُّ
আয়েশা (রায্বিয়াল্লাহু আনহা) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যোহরের আগে চার রাকআত সুন্নত ত্যাগ করতেন না। (বুখারী ১১৮২, আবূ দাঊদ ১২৫৫নং)