পরিচ্ছেদঃ
যোহরের সুন্নত
হাদিস সম্ভার : ৮৭৫
হাদিস সম্ভারহাদিস নম্বর ৮৭৫
عَنْ اِبْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا قَالَ : صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا متفقٌ عَلَيهِ
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সঙ্গে যোহরের আগে দু’ রাকআত ও তার পরে দু’ রাকআত সুন্নত পড়েছি।’ (বুখারী ১১৬৫, মুসলিম ১৭৩২নং)