পরিচ্ছেদঃ
ফজর ও এশার জামাআতে হাযির হতে উৎসাহদান
হাদিস সম্ভার : ৬৯২
হাদিস সম্ভারহাদিস নম্বর ৬৯২
عَن عَبْدِ اللهِ بْنِ عمر قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَنْ صَلَّى الْغَدَاةَ كَانَ فِي ذِمَّةِ اللهِ حَتَّى يُمْسِيَ
আব্দুল্লাহ বিন উমার হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “যে ব্যক্তি ফজরের নামায (জামাআতে) পড়ে, সে ব্যক্তি (সন্ধ্যা পর্যন্ত) আল্লাহর দায়িত্বে থাকে।” (ত্বাবারানী ১৩০৩২, সহীহুল জামে’ ৬৩৪৩নং)