পরিচ্ছেদঃ
সদাচার অব্যাহত রাখার গুরুত্ব
আল্লাহ তাআলা বলেন,(আরবী)অর্থাৎ, নিশ্চয় আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না; যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজের পরিবর্তন করে। (সূরা রা’দ ১১ আয়াত) তিনি আরো বলেন,(আরবী)অর্থাৎ, তোমরা সে নারীর মত হয়ে না, যে তার সুতা মজবুত করে পাকবার পর ওর পাক খুলে নষ্ট করে দেয়। (সূরা নহল ৯২ আয়াত)তিনি আরো বলেন(আরবী)অর্থাৎ, পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মত তারা হবে না? বহুকাল অতিক্রান্ত হয়ে গেলে যাদের অন্তর কঠিন হয়ে পড়েছিল। (সূর্য হাদীদ ১৬ আয়াত) তিনি আরো বলেন,(আরবী)অর্থাৎ, এটাও তারা যথাযথভাবে পালন করেনি। (সুরা হাদীদ ২৭ আয়াত)
হাদিস সম্ভার : ২৪৩
হাদিস সম্ভারহাদিস নম্বর ২৪৩
عَن عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ الأَعْمَالِ إِلَى اللهِ تَعَالَى أَدْوَمُهَا وَإِنْ قَلَّ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “সেই (ধরনের) আমল আল্লাহর অধিক পছন্দনীয়, যে আমল নিরবচ্ছিন্নভাবে করে যাওয়া হয়; যদিও তা পরিমাণে কম হয়।” (বুখারী ৬৪৬৪, মুসলিম ১৮৬৬, মিশকাত ১২৪২নং)