পরিচ্ছেদঃ
সদাচার অব্যাহত রাখার গুরুত্ব
আল্লাহ তাআলা বলেন,(আরবী)অর্থাৎ, নিশ্চয় আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না; যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজের পরিবর্তন করে। (সূরা রা’দ ১১ আয়াত) তিনি আরো বলেন,(আরবী)অর্থাৎ, তোমরা সে নারীর মত হয়ে না, যে তার সুতা মজবুত করে পাকবার পর ওর পাক খুলে নষ্ট করে দেয়। (সূরা নহল ৯২ আয়াত)তিনি আরো বলেন(আরবী)অর্থাৎ, পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মত তারা হবে না? বহুকাল অতিক্রান্ত হয়ে গেলে যাদের অন্তর কঠিন হয়ে পড়েছিল। (সূর্য হাদীদ ১৬ আয়াত) তিনি আরো বলেন,(আরবী)অর্থাৎ, এটাও তারা যথাযথভাবে পালন করেনি। (সুরা হাদীদ ২৭ আয়াত)
হাদিস সম্ভার : ২৪২
হাদিস সম্ভারহাদিস নম্বর ২৪২
وَعَن عَبْدِ اللهِ بْنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنهُمَا قَالَ : قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يَا عبْدَ اللهِ لاَ تَكُنْ مِثْلَ فُلانٍ كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ متفقٌ عَلَيْهِ
আব্দুল্লাহ ইবনে আম্র ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একদা আমাকে বললেন, “হে আব্দুল্লাহ! তুমি অমুকের মত হয়ো না, যে রাত্রে উঠে ইবাদত করত, অতঃপর সে রাতের (তাহাজ্জুদ) নামায ছেড়ে দিয়েছে।” (বুখারী ১১৫২, মুসলিম ২৭৯০নং)