পরিচ্ছেদঃ
উযূর শেষে যে দু’আ পড়া ফাযীলাতপূর্ণ
সহিহ ফাযায়েলে আমল : ৮৮
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৮৮
‘উক্ববাহ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : তোমাদের মধ্যকার কেউ যদি উত্তমরূপে উযূ করার পর বলে : “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া কোন ইলাহ্ নেই এবং মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।” তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হয় সে ইচ্ছে করলে এর যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।৫৬
৫৬ হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/৫৭৬