পরিচ্ছেদঃ
উযূ করে সলাত আদায়ের ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ৮৭
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৮৭
‘উক্ববাহ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন : কোন মুসলিম যখন উত্তমরূপে উযূ করে একাগ্রচিত্তে আল্লাহর দিকে রুজু হয়ে দাঁড়িয়ে দুই রাক’আত সলাত আদায় করে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়।
৫৫ হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/৫৭৬