পরিচ্ছেদঃ
ইসলাম গ্রহণে অতীতের সৎ ‘আমল নষ্ট হয় না
সহিহ ফাযায়েলে আমল : ২৯
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ২৯
হাকিম ইবনু হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ্ (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, যে আল্লাহর রাসূল! আমাকে বলুন, জাহিলী যুগে ভাল কাজ মনে করে আমি যে দান-খয়রাত করেছি, দাস মুক্ত করেছি বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছি, তার জন্য কোন প্রতিদান পাওয়া যাবে কি? তখন রাসূলুল্লাহ্ (সাঃ) বললেন : তুমি অতীত জীবনে যে সব সাওয়াবের কাজ করেছো তা সহকারেই তুমি মুসলিম হয়েছো। [১]
[১] হাদীস সহীহ : সহীহ্ মুসলিম হা/৩৩৯