পরিচ্ছেদঃ
ফাযায়িলে মাসাজিদ - মাসজিদ নির্মাণের ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১১৮
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১১৮
‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাঃ)- কে শুনেছি : যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একটি মাসজিদ নির্মাণ করে, আল্লাহ্ তার জন্য জান্ন তে একটি ঘর নির্মাণ করেন।
হাদীস সহীহ : সহীহ মুসলিম হা/১২১৭শির্ক