পরিচ্ছেদঃ
আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়ে দু’আর ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১১৭
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১১৭
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
“দুই সময়ে দু’আকারী দু’আ করলে তা প্রত্যাখ্যাত হয় না। যখন সলাতের ইক্বামাত দেয়া হয় এবং আল্লাহর পথে (জিহাদের) কাতারে।” (ইবনু হিব্বান, হাকিম। ইমাম হাকিম ও শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। সহী আত-তারগীব হা/২৫৪, ২৬০। মালিক হাদীসটি মাওকুফভাবে বর্ণনা করেছেন)