পরিচ্ছেদঃ
১ থেকে ১০০ নং হাদিস
জাল জয়িফ হাদিস সিরিজ : ৯৭
জাল জয়িফ হাদিস সিরিজহাদিস নম্বর ৯৭
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
নিশ্চয় আল্লাহ তওবাকারী যুবককে ভালবাসেন।হাদীসটি দুর্বল।হাফিয ইরাকী “আত-তাখরীজ” গ্রন্থে (৪/৪-৫) বলেনঃএটিকে ইবনু আবিদ-দুনিয়া “আত-তাওবাহ” গ্রন্থে এবং আবূশ শাইখ “কিতাবুস সাওয়াব” গ্রন্থে আনাস (রাঃ)-এর হাদীস বলে দুর্বল সনদে উল্লেখ করেছেন।